ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৭, ২৭ জুলাই ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির সন্নিকটে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে একটি ব্রীজের পাকা ফিলারের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মৃতের নাম নুরুল আমীন (১৪)।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে। সে শরীফপুর ইউনিয়নের কালারার চর গ্রামের হাজী গৌছ আলীর ছেলে। 

কুলাউড়া থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায় জানান, মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা ছাত্র নুরুল আমিন হিরো ১০০ সিসি মোটরসাইকেল চালানোর সময় একটি ব্রীজের পাকা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলিত হয়। সাথে সাথে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এতো ছোট ছেলেকে মোটরসাইকেল দেয়া টিক হয়নি। সাইকেল চালানো শিখতে গিয়ে নিযন্ত্রণ হারিয়ে মৃত্যু হয়।'
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি