মোমেন ও সুষমার বৈঠক
প্রকাশিত : ১৭:২৯, ৮ ফেব্রুয়ারি ২০১৯

ভারতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন। দেশটিতে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের ( জেসিসি) ৫ম বৈঠকের আগে আজ জওহর ভবনে এ বৈঠক হয়।
দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা যায়।
এদিকে একই মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক টুইটার বার্তায় বলেন, এটি হচ্ছে আস্থা ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রতিষ্ঠিত সময়োত্তীর্ণ সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের এই দৃঢ় বন্ধনের সৃষ্টি হয়েছে।
অপর এক টুইটে তিনি বলেন, এই ৫ম বৈঠকে সুষমা স্বরাজ ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য, যোগাযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, পানি, বিদ্যুৎ, জ্বালানি, প্রতিনিধিত্ব এবং সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে ইতোমধ্যে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।
জেসিসি বৈঠকের পর আজ বিকেলে দু’দেশের মধ্যে ৪টি সমঝোতা স্মারক ও একটি যৌথ বিবৃতি স্বাক্ষর হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার ৩ দিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন।
আরকে//
আরও পড়ুন