মোরায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর ব্যবস্থা
প্রকাশিত : ১৩:০২, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৮:১৯, ৩১ মে ২০১৭

ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে, প্রশাসনও তৎপর রয়েছে। সকালে সংসদের প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাওরাঞ্চলে অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সক্ষম।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হলে প্রথমেই হয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সরকার ও বিরোধী দলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপকুলীয় অঞ্চলে ঘূর্ণিঝর মোরার তান্ডবে ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন নিয়ে প্রশ্ন করেন আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রশাসনকে এ সংক্রান্ত নির্দেশে দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আরেক প্রশ্নের জবাবে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎসজীবীদের পুনর্বাসনে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি ও পানি নিষ্কাশনে পদক্ষেপ নেয়ার কথাও বলেন তিনি।
আগামী বোরো মৌসুমে কাঙ্খিত উৎপাদনের লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণসহ কৃষকদের প্রয়োজনীয় সবধরণের সহায়তা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
নদী ভাঙন এলাকায় বাঁধ নির্মাণসহ যেকোন দূর্যোগ মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয়কে আরো উদ্যোগী এবং গতিশীল হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
আরও পড়ুন