ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১৯ জুন ২০১৮ | আপডেট: ১৫:৫৮, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে বাসের ধাক্কায় জুয়েল রায়হান নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। তবে এ ঘটনায় ড. খন্দকার মোশাররফ হোসেন অক্ষত আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার এস আই আবদুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রায়হান দাউদকান্দি পৌরসভার চোনারচর গ্রামের মৃত ছাদেক মিয়া প্রধানের ছেলে। আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

সূত্র জানিয়েছে, ২৫টি মাইক্রোবাসের বহর নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানের ছেলের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

এস আই আবদুন নূর জানান, আমিরাবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় গাড়িবহরে শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি