ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মোহাম্মদ নাসিমের আসন শূন্য ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ১৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য প্রয়াত মোহাম্মদ নাসিমের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ শূন্য ঘোষণা করা হয়েছে।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বৃহস্পতিবার প্রকাশ করা হয়।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সংসদ সচিবালয় তার আসনটি শূন্য ঘোষণা করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য মোহাম্মদ নাসিম ১৩ জুন মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।’

আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা ১৩ জুন বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। সিরাজগঞ্জ-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি