ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ফের অভিযানে নেমেছে সোয়াত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ৩০ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৫১, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় ফের অভিযানে নেমেছে সোয়াত। সকালে নাসিরপুরে অভিযান শুরুর কথা থাকলেও বৈরি আবহাওয়ায় কারনে তা ব্যহত হয়।

বড়হাট ও নাসিরপুরের জঙ্গি আস্তানার মধ্যে নাসিরপুরের একতলা বাসায় বুধবার সন্ধ্যায় অপারেশন হিট ব্যাক- নামে অভিযান শুরু করে সোয়াত। গোলাগুলি ও গ্রেনেড হামলার ঘটনা ঘটে। তবে রাতে আলো স্বল্পতার জন্যে বিরতি দেয়া হয় অভিযানে। সকালে অভিযান শুরুর কথা থাকলেও ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারনে বেলা এগারটার দিকে শুরু হয়। এদিকে জঙ্গি আস্তানাগুলোর ২কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধরা জারি অব্যাহত আছে। এদিকে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের কারনে কুমিল্লার কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছেনা। ভোটের পর অভিযানের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বাড়িটিতে বিস্ফোরকসহ এক জঙ্গি রয়েছে বলে ধারনা করছে পুলিশ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি