ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ১৭ জুন ২০১৮ | আপডেট: ১৬:২৩, ১৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতর আরো অবনতি হয়েছে। মনু নদীর বাঁধ ধসে তলিয়ে গেছে শহরের একাংশ। বন্যাকবলিত হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রাত ১টার দিকে মৌলভীবাজারের পশ্চিম বড়হাটের বরইকুনা এলাকায় মনু নদীর বাঁধ ভেঙ্গে যায়। পানির তোড়ে প্লাবিত হয়ে পৌর এলাকার একাংশ।

শহরের রাস্তাঘাট এখন হাটু পানির নিচে। পানি ঢুকেছে বাসাবাড়ি ও দোকানপাটে। চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

এছাড়া শহরতলীর চাঁদনীঘাট এলাকায় বালুর বস্তা ফেলে নদীর গাইডওয়াল বাঁচানোর চেষ্টা করেছে সেনাবাহিনী।

এদিকে কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বিস্তৃর্ণ এলাকা কয়েকদিন ধরে বন্যা কবলিত। কয়েক শ’ গ্রামের লাখো মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর জমির ফসল।

দূর্গত এলাকায় ত্রাণ সহায়তা দিচ্ছে প্রশাসন। গত কয়েকদিনের বন্যায় পানিতে ডুবে মারা গেছে ৬ জন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি