ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

মৌলভীবাজারে মনু ও ধলই নদীর বাঁধে ভাঙ্গন; পানিবন্দী মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৪, ৬ জুন ২০১৭ | আপডেট: ১৬:৪৯, ৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত মনু ও ধলই নদীর ৬টি স্থানে নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ায় অর্ধশত গ্রামের মানুষ এখনো পানিবন্দী রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী জানান, সোমবার বিকেল থেকে পানি কমতে শুরু করেছে। রাতেই মনু ও ধলই নদীর পানি বিপদসীমার প্রায় ১ মিটার নিচে নেমে গেছে। তিনি জানান, উজানের ঢল ও ভারিবর্ষন না হলে নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। তবে মনু নদীর চাঁদনী ঘাট এলাকা এবং কুশিয়ারা নদীর শেরপুর অংশে এখনো পানি বিপদসীমার কাছাকাছি অতিবাহিত হচ্ছে। এদিকে গত কয়েক দিনের টানা বর্ষনে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী সহায়তা কামনা করেছেন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি