ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মৌসুমীর সঙ্গে শাকিবের কেমিস্ট্রি জমজমাট : ওমর সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সুদর্শনী মৌসুমীর সঙ্গে সুপারস্টার শাকিব খানের কেমিস্টি জমজমাট বলে মন্তব্য করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া ছবি হিট হওয়া নিয়ে এমন মন্তব্য করেন।
মৌসুমীর স্বামী ওমর সানি লিখেন, আমার সঙ্গে শাকিবের কেমিস্ট্রি দারুণ, প্রায় সব ছবি সুপারহিট। আবার মৌসুমীর সঙ্গে কেমিস্ট্রি আরও জম-জমাট, প্রতিটি ছবিই সুপারহিট। ঈদে `চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া` কেমন হল প্রমাণ দিয়েছে দর্শক। কারণ আমরা তিনজনই একই ছবিতে।
এই ছবি হিট হওয়ায় নির্মাতাদেরও অভিনন্দন জানান সানি। বলেন, অভিনন্দন জানাই উত্তম আকাশ ও সেলিম ভাইকে। ঈদে সফলতার জন্য অভিনন্দন জানাই আমার দেশি (বরিশাল) ভাই সিয়ামকে, ভালো করেছিস সিয়াম। আরেকজনকে স্বাগত জানাই চলচ্চিত্রে, সে হল পরিচালক রায়হান রাফী।
আমি দর্শক, ভক্ত সবার প্রতি কৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। দোয়া করবেন যেন আজীবন আমরা এ ভালোবাসার মর্যাদা রাখতে পারি।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি