ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে তিন ভাই-বোনের উপর এসিড নিক্ষেপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহে হালুয়াঘাটে তিন ভাই-বোনের উপর এসিড নিক্ষেপ করা হয়েছে। এসিডদগ্ধ তিনজন হলেন মরিয়ম (২২) মহিরন (১৪) ও রাসেল (২০)। মঙ্গলবার রাতে হালুয়াঘাটের কালাপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। দগ্ধদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাতে মরিয়মের সাবেক স্বামী সোহেল এসিড নিক্ষেপ করে। এতে তিন ভাই-বোন দগ্ধ হয়।   তিনি জানান, এসিড নিক্ষেপের অভিযোগে সোহেল এবং তার সহযোগী মরিয়মের মামাতো ভাই আল আমিন ও উজ্জ্বলকে আটক করা হয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি