ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ১৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরীফ (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ডিবির ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর কালিবাড়ি বাইলেন এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০০ পিস ইয়াবা ও পাঁচ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

নিহত শরীফ নগরীর কৃষ্টপুর দৌলতমুন্সি রোডের বাসিন্দা ছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি শাহ কামাল আকন্দ জানান, শনিবার রাত ১২ টার দিকে ডিবি’র দুইটি টিম কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। ডিবির উপস্থিতি টের পেয়ে কালিবাড়ি বাইলেন এলাকায় ৫/৬ জন মাদক ব্যবসায়ী পুলিশকে আক্রমণ করলে পুলিশও অত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থল খেকে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি