ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ময়মনসিংহে বিপাকে প্রতিমা তৈরির কারিগররা (ভিডিও)

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ১৫ অক্টোবর ২০২০

করোনায় কাজ কমে যাওয়ায় বিপাকে ময়মনসিংহের প্রতিমা তৈরির কারিগররা। দ্রব্যমূল্যের ঊর্ধগতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। ফলে কষ্টে দিন কাটাচ্ছেন প্রতিমা তৈরির সঙ্গে জড়িত এসব কারিগর।

নিখিল চন্দ্র পাল, ময়মনসিংহ শহরের জুবলিঘাট এলাকার এই কারিগর ষাট বছর ধরে চালিয়ে যাচ্ছেন প্রতিমা তৈরির কাজ। এখন এই কাজে আর আগ্রহ নেই তার। 

করোনায় কাজ কমে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিপাকে এই কারিগর। 

ময়মনসিংহ জুবলিঘাট প্রতিমা কারিগর নিখিল চন্দ্র পাল বলেন, করোনাভাইরাসে কাজ অনেক কমে গেছে, তাই এখন চলতে পারছি না। আর কিছু করতে পারি না বলে এটি করতে হচ্ছে, খুবই অভাবে আছি।

সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে হারিয়ে যেতে পারেন প্রতিমা তৈরির কারিগররা। 

ময়মনসিংহের স্থানীয় কারিগররা বলেন, এ বছর যে পরিস্থিতি চলছে তাতে আমাদের সারাবছর চলাটা কঠিন হয়ে যাবে। আগে ২০-২৫টা অর্ডার পেতাম এখন ১০টি অর্ডার পেতেই কষ্ট। 

ময়মনসিংহের প্রতিমা কারিগর দিলিপ পাল বলেন, জিনিসের দাম অনেক বেড়ে গেছে কিন্তু আমাদের প্রতিমার দাম বাড়ছে না। তাই এই কাজ অনেকে ছেড়ে যাচ্ছে।

কারিগরদের আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার উদ্যোগ নেবে সরকার, এমনটাই দাবি জেলা পূজো উদযাপন কমিটির।

ময়মনসিংহ জেলা পূজো উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংকর সাহা বলেন, এখানের আয় দিয়ে তাদের সারাবছর চলা। এদেরকে যদি সরকারিভাবে একটু পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে এদের সংসার জীবনটাও ভালভাবে চলবে।

পেশার মর্যাদা আর ন্যুনতম মজুরি না পাওয়ায় অন্যান্য কারিগরদের মধ্যেও বিরাজ করছে হতাশা। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি