ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে বিস্ফোরণে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:৩৩, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ভালুকায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। উপজেলার হবিবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম বলেন, আধা-পাকা ওই বাড়িতে বেলা আড়াইটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হয়েছে।

ঘরের ভিতর একজনের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখার কথা জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ঘরের ভিতর আরও বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। 

এ ঘটনায় বাড়ির মালিক আজিমুদ্দিনকে আটক করার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম।

বাড়ির মালিক আজিমুদ্দিনের ভাষ্য, নিহত ওই যুবক তিন দিন আগে ঘরটি ভাড়া নিয়েছিলেন। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক স্ত্রী ও এক ছেলে শিশুকে নিয়ে ঘরটি ভাড়া নিয়েছিলেন। তাদের বাড়ি কুষ্টিয়া বলে জানিয়েছিলেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর ওই ব্যক্তির স্ত্রী ও দুই সন্তান আহত অবস্থায় পালিয়েছে।

আরকে/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি