ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ময়মনসিংহে যাত্রীবাহী বাসের চাপায় ২ পথচারী নিহত, গুরুতর আহত ২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২৭ মে ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ত্রিশালে রায়মনি চেলেরঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ২ পথচারী নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মুক্তাগাছা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস ত্রিশালের রায়মনির চেলেরঘাট এলাকায় অপর একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ’সময় বাসের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় পথচারী এক নারী ও শিশু। গুরুতর আহত হয় বাসের ২২ যাত্রী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি