ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উৎসব ও মেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ২৬ মে ২০১৭ | আপডেট: ১১:৪৪, ২৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

নজরুল ভক্তদের পদচারণায় ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসব মুখর। কবি নজরুলের স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠে নজরুল জন্মজয়ন্তী উৎসব ও মেলা ঘিরে পরিণত হয়েছে মিলন মেলায়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে শনিবার পর্যন্ত। আয়োজন নিয়ে খুশি কবি পরিবারের সদস্যসহ সব শ্রেনী পেশার মানুষ।
নজরুল জন্ম জয়ন্তীতে প্রতি বছরই আয়োজন করা হয় নজরুল মেলার। ১৯৬৫ সাল থেকে শুরু হওয়া এই মেলা স্থানীয়দের মধ্যে পারস্পারিক ভাব বিনিময়েরও মাধ্যম। আর জমজমাট এই ভিড় ও উৎসবমুখর পরিবেশ ত্রিশালের দরিরামপুর একাডেমী মাঠের নজরুল মেলাকে কেন্দ্র করেই। বৃহত্তর ময়মনসিংহের বাইরে থেকেও অনেকে এসেছেন মেলায়।
বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হলেও বিক্রেতারা বলছেন বেচা বিক্রি ভালোই হচ্ছে।
মেহনতি মানুষের জয়গান গেয়েছেন কবি নজরল। মেহনতি মানুষ কবি নজরুলকে ভালবেসে এই মেলায় অংশ নিচ্ছেন-এটি আনন্দেরই কথা বলে জানালেন, কবির নাতনি।
নজরুল জন্ম জয়ন্তীর উৎসবের সঙ্গে মেলার এই আয়োজন বাঙালির আপন সংস্কৃতি। নজরুলের সঙ্গে বাঙালীর যে নাড়ীর বন্ধন তারই প্রমাণ এই মেলা।
মেলা উপলক্ষ্যে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ত্রিশালের এই মেলা হয়ে উঠবে নজরুল প্রেমের প্রতীক-এই প্রত্যাশা সবার।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি