ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

যমজ বাছুর জন্ম দিল এক গাভী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ১৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ভাওয়ালিয়ায় নিপু ট্রেডার্সের গরুর খামারে ফিজিয়ান জাতের একটি গাভী যমজ বাছুরের জন্ম দিয়েছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুর দুটো দেখতে ওই খামারে ভীড় করছেন উৎসুক জনতা।

সোমবার রাত ১১টার দিকে খামারের কালো রংয়ের গাভিটি দুটি বাছুরের জন্ম দেয়। 

পুরুষ প্রজাতির বাছুর দুটির একটি ফিজিয়ান জার্সি জাতের অপরটি শাহীওয়াল জাতের বাছুর বলে নিশ্চিত করেছেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা লিটন ঘোষ। তিনি বলেন, গাভী ও বাছুর দুটি সুস্থ আছে।

লিটন ঘোষ আরও জানান, বেশিরভাগ সময়ে গাভীর একটা বাচ্চা হয়। প্রকৃতির নিয়মে এই গাভিটি দুটি বাচ্চা দিয়েছে। তবে প্রাকৃতিকভাবেই দুটো বাচ্চা হতে পারে। কারণ গাভীর দুটো ওয়ারিদ থাকে এবং দুটো বাচ্চা কনসেপ্ট করতে পারে বলে জানান তিনি।

সদ্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত নিপু ট্রেডার্সের খামারী অনুপম দত্ত নিপু বলেন, পাবনা খামারী আল-আমীনের কাছ থেকে ১৫ দিন আগে তিনটি গর্ভজাত গাভী কিনেন তিনি। ১০ দিন পর একটি গাভী একটি বাছুর জন্ম দেয়। তার ঠিক ৩ দিন পর এই গাভীটি জোড়া বাছুরের জন্ম দিল। 

জোড়া বাছুর পেয়ে খুবই আনন্দিত বলে জানান তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি