ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

যশোরে চোর-ডাকাত ঠেকাতে এলাকাবাসী মাঠে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ১৪ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:২৮, ১৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চোরের উৎপাত আর ডাকাতের হানা ঠেকাতে এবার যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার নাভারনের মানুষ রাত জেগে ঘর-বাড়ি পাহারা দিচ্ছে। রাতের বেলা লাঠি, টর্চ লাইট আর বাঁশি নিয়ে গস্খাম ঘুরছে। পুলিশ সহায়তার আশ্বাস দিলেও কাটছে না আতংক।

চোরের উৎপাত ঠেকাতে বাধ্য হয়ে নিজেরাই মাঠে নেমেছেন যশোরের শার্শার অফিস পাড়া এলাকার বাসিন্দারা।

শার্শা থেকে ৬ কিলোমিটার পূর্বে যশোর-বেনাপোল সড়কের নাভারন ফরেষ্ট অফিসের পাশে, ২০ বছর আগে গড়ে ওঠে ফরেষ্ট অফিস পাড়া। এখানে প্রায় দুশ পরিবারের বাস। জনবসতি কম হওয়ায় এ পাড়াই প্রায়ই ঘটছে চুরি-ডাকাতির মত ঘটনা। তাই সন্ধ্যা নামলেই আতংকিত হয়ে পড়ছেন গ্রামবাসিরা। নিরাপত্তার জন্যে নিজেরাই গড়ে তুলেছেন প্রতিরক্ষা কমিটি।

কমিটির সদস্যদের বিনামুল্যে টর্চ এবং বাঁশি দেয়া হয়েছে। রাতে শার্শা থানা পুলিশের পেট্রোল দল ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা রাত জেগে পাহারা  দিচ্ছেন।

থানা থেকে সব রকমের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

চুরি-ডাকাতি থেকে স্থায়ী সমাধান চান এলাকাবাসী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি