ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

যশোরে দিনমজুরকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২১ জুলাই ২০১৭ | আপডেট: ১৮:২২, ২১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

যশোরে ঘরে ঢুকে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহতের লাশ যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুস সাত্তার দফাদার (৫৫)। তিনি ইটভাটায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আবদুস সাত্তার ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আবদুস সাত্তারকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

এ সময় রাবেয়া বেগমের চিৎকারে পাশের ঘর থেকে তার দুই ছেলে ছুটে আসেন। পরে আবদুস সাত্তারকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি