ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

যশোরে প্রেমিকার ছেলের হাতে ফিরোজ খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৫, ২২ মে ২০১৭

Ekushey Television Ltd.

যশোরের ঝিকরগাছায় প্রেমিকার ছেলের হাতে খুন হয়েছে ফিরোজ নামে এক ব্যক্তি। গেলো রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারাকপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মালয়েশিয়া প্রবাসী মোশাররফ হোসেনের স্ত্রী পারুল বেগমের সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেম ছিলো ফিরোজের। গেলো রোববার রাতে পারুলের বাড়িতে যায় ফিরোজ। এতে ক্ষিপ্ত হয়ে পারুলের ছেলে আরাফাত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মারা যায় ফিরোজ। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে আরাফাত। এদিকে পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি