যানজটে নাকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
প্রকাশিত : ১৩:৪৪, ২৭ আগস্ট ২০১৭
 
				
					বৃষ্টি আর রাস্তা সংস্কারের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট ভোগড়া বাইপাস থেকে মিরের বাজার ও উলুখোলা পর্যন্ত বিস্তৃত হয়েছে।
সড়কে চলাচলকারী পণ্যবাহী গাড়িগুলো ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার গণমাধ্যমকে বলেন, চার লেনের কাজ চলতে থাকায় স্থানে স্থানে গাড়ির চাপ বেড়ে গিয়ে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। এর ফলে মাঝে-মধ্যেই যানজট হচ্ছে। তাছাড়া শনিবার রাত থেকে বৃষ্টির কারণে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে মির্জাপুর পর্যন্ত টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে চালকরা ‘সাইডরোড ইউজ’ না করে ’সিঙ্গেল লাইনে’ চলতে গিয়ে গাড়ি স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে পারছে না।
এদিকে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা যানজট নিরসনে সড়কে কাজ করে যাচ্ছেন।
//আর//এআর
আরও পড়ুন
 
				        
				    






























































