ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

যুক্তরাষ্ট্রে মাইকেল জ্যাকসনের নামে রাস্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৩, ১৯ মে ২০১৮ | আপডেট: ০৮:১৪, ১৯ মে ২০১৮

যুক্তরাষ্ট্রে একটি রাস্তার নামকরণ করা হয়েছে প্রয়াত মার্কিন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের নামে। ডেট্রয়েট রাজ্যের মোটাউনের ওই রাস্তার নাম দেয়া হয়েছে মাইকেল জ্যাকসন এভিনিউ।
মোটাউন থেকে যুক্তরাষ্ট্রের অনেক খ্যাতনামা সঙ্গীতশিল্পীর উঠে আসার ইতিহাস রয়েছে। শহরটির র‌্যানডলফ্ স্ট্রিট নামের একটি অংশ জনপ্রিয় এ পপশিল্পীর নামে নামকরণ হয়েছে।
মাইকেল জ্যাকসন একাধারে সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবামের সঙ্গীতশিল্পীদের অন্যতম তিনি।
জ্যাকসন পরিবারের ৮ম সন্তান মাইকেল মাত্র ৫ বছর বয়সে ১৯৬৩ সালে পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ খ্রিস্টাব্দের ২৫ জুন মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সারা বিশ্বে আলোড়ন পড়ে যায়।

সূত্র : এএফপি

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি