ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেলেন সিনহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ১৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের অনুমতিও দিয়েছে দেশটির সরকার।

রাজনৈতিক আশ্রয় চেয়ে সিনহার করা একটি আবেদন গত শুক্রবার মঞ্জুর করে দেশটির পররাষ্ট্র দফতর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

সম্প্রতি সিনহার আবেদনের ওপর অনুষ্ঠিত হয় একটি শুনানিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, কংগ্রেস প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কাজ করা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ শুনানি শেষে তার রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি গৃহীত হয়।

এর আগে ওয়াশিংটন প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সিনহা জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এ সময় তিনি জানান, তাকে হাউস অব কমন্স ও ইউরোপীয় ইউনিয়ন আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু সিদ্ধান্ত নিতে না পারার কারণে তিনি যাননি।

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি