ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

যুদ্ধাপরাধীদের বর্জন করায় তরুন প্রজন্মকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যুদ্ধাপরাধী পক্ষকে বর্জন করে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আস্থা রাখায় এবং নিরঙ্কুশ বিজয়ে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধার সন্তান ও তরুন প্রজন্মের প্রতি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলের প্রধান দেশরত্ন শেখ হাসিনাকে তার সরকারি বাসভবন গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠন, সন্ত্রাস দূরীকরণ, জঙ্গি ও মাদক নির্মূলে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় একযোগে কাজ করতে হবে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার সন্তানদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এ সময় সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও শহীদ সংসদ সদস্য নুরুল হক হাওলাদারের মেয়ে জোবায়দা হক অজন্তা, প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. কাজী সাইফুদ্দীন, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সেক্রেটারী ইমরুল কায়েস রানা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল এ সময় উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি