ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

যে গ্রামে প্রবেশ করতে হাত ধুয়ে ও স্প্রে করতে হয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ৩১ মার্চ ২০২০

গ্রামে প্রবেশের রাস্তায় দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড। এর পাশেই স্থাপন করা হয়েছে একটি বেসিন। সেখানে রাখা হয়েছে তিনটি বোতল। এর একটি হাত ধোয়া ও শরীরে স্প্রে করার। অপর দুটি গাড়ি জীবাণুমুক্ত করার। 

দৃশ্যটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের। 

যেখানে প্রবেশ করতে হলে হাত ধুতে ও শরীরে জীবাণুনাশাক স্প্রে করতে হয়। করোনা পরিস্থিতিতে সচেতনতা সৃষ্টিতে ওই  গ্রামের যুবকরা এমন ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন। 

গত সোমবার বিকেলে এই কার্যক্রম চালুর আগে গত ২৪ মার্চ নিজের গ্রাম ও আশপাশের এলাকায় জীবাণুনাশক স্প্রে করে যুবকরা। 

ওই গ্রামের যুবক মো. শাকিল আহম্মেদ জানান, গ্রামের ভেতর আসা-যাওয়ার সময় সবাই যেন জীবাণুমুক্ত হতে পারেন এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া হুট করে কেউ যেন গ্রামের ভেতর গাড়ি নিয়ে ঢুকে না পড়ে, সেজন্যে বাশেঁর ব্যারিকেড দেয়া হয়। যাত্রীরা নিজে ও গাড়ি জীবাণুমুক্ত করেই গ্রামে ঢুকবেন। গ্রামে যেন করোনার প্রকোপ ছড়িয়ে না পরে সে কারণেই এমন ব্যবস্থা করা হয়েছে।’

একই গ্রামের বাসিন্দা সুমন জানান, ‘তাদের গ্রামে আড়াই হাজার লোকের বাস। এরমধ্যে পাঁচজন প্রবাসী রয়েছেন। তাদের মধ্যে একজন ইতালিফেরত হোম কোয়ারেন্টাইনে। বাকিদের কোয়ারেন্টাইন শেষ হলেও তারা ঘর থেকে বেরোচ্ছেন না। এছাড়া গ্রামের বাসিন্দা যারা ঢাকা এবং অন্যান্য জায়গা থেকে এসেছেন তাদেরকেও যুবকরা সচেতন থাকার অনুরোধ করছেন।’

এআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি