ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৮, ৬ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২০

নিহতের স্বজনের আহাজারি

নিহতের স্বজনের আহাজারি

মেহেরপুরের গাংনীতে নাসিমা খাতুন (১৬) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত নাসিমা খাতুন চেংগাড়া গ্রামের হারুন অর রশিদ বাবুর মেয়ে ও একই গ্রাম ও পাড়ার শাকিল আহমেদের স্ত্রী।

নাসিমা খাতুনের মা বিলকিছ খাতুন জানান, এক বছর পূর্বে চেংগাড়া গ্রামের শাকিলের সঙ্গে তার মেয়ে নাসিমার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মেয়ের উপর অমানবিক নির্যাতন করে আসছিলো শাকিল। যৌতুকের টাকা না পেয়ে মেয়েকে তার স্বামী শাকিলই শ্বাসরোধ করে হত্যা করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই নাসিমার স্বামী শাকিল পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি