ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বালিশ চাপায় গৃহবধূ হত্যা, স্বামীসহ আটক ২  

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় বৃষ্টি নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতবার রাত ১১টায় নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামীসহ দুইজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। নিহত বৃষ্টি চনপাড়া এলাকার বাচ্চু মিয়ার মেয়ে। 

নিহতের পরিবারের দাবি, স্বামী আবু বক্কার ছিদ্দিক বালিশ চাপা দিয়ে বৃষ্টিকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ‘এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি