ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

যৌথ বিনিয়োগে সার কারখানা স্থাপনের উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:১০, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

দেশে সারের চাহিদা মেটাতে সৌদি আরবের সাথে যৌথ বিনিয়োগে একটি ডাই-অ্যামোনিয়াম ফসফেট সার কারখানা স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সকালে চট্টগ্রামের আনোয়ারায় ডিএপি ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড প্রাঙ্গণে মৎস্য ও গবাদী পশু খামারীদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বর্তমানে বাংলাদেশে এ সারের চাহিদা প্রায় ৮ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে বলে জানান মন্ত্রী। পরে ২০১৬ সালের ২২ আগস্ট ডিএপি সার কারখানার ১টি প্ল্যান্টে অ্যামোনিয়া ডে-ট্যাংকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩৪ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি