ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রংপুরে ট্রাকের চাপায় অটোরিকশার ৫ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৭, ২০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রংপুরে একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে পাঁচজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে উপজেলার নেংটি ছেঁড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান।

নিহতরা হলেন সাহির উদ্দিন (৪০), খাদেমুল ইসলাম (৩৮), আজানুর রহমান (৪৫) ও হাবিবুল্লাহ (৪৫)।

ওসি জানান, অটোরিকশাটি ছয়জন যাত্রী নিয়ে তারাগঞ্জ থেকে সৈয়দপুর যাচ্ছিল। একটি অ্যাম্বুলেন্স নেংটিচিরা ব্রিজের কাছে পৌঁছলে পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অপর পাশ থেকে আসা একটি ট্রাকটি তার ওপর দিয়ে দ্রুত চালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত ও দুইজন আহত হন।

আহতদের মধ্যে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত যানবাহন উদ্ধারে কাজ চলছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তারাগঞ্জ স্টেশনের কর্মকর্তা আনিস মিয়া।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি