রংপুরে ড. ওয়াজেদ মিয়া’র জন্মদিন উদযাপন উপলক্ষে কর্মসূচি
প্রকাশিত : ১৯:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া (সুধা)’র ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে রংপুরে আগামী দুই দিনব্যাপী (১৫ ও ১৬ ফেব্রুয়ারি) কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার রাতে রংপুর প্রেসক্লাব কমপ্লেক্সের তৃতীয় তলায় ড. ওয়াজেদ স্মৃতি সংসদের (ডিডব্লিউএসএস) অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির কার্যকরি কমিটির এক জরুরি সভায় এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় প্রতিবারের মতো সদস্যদের নিজস্ব অর্থায়নে কর্মসূচির ব্যয় মিটানোর ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকার। সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, এলাহী ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক তানবীর আহম্মেদ আশরাফী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাজ্জাদ-উর-জামান সানজু, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা শিরিন নিপা, সহ-দফতর সম্পাদক আলী জহুর মন্টু, সাহিত্য সম্পাদক বশার ইবনে জহুর, সহ-সাহিত্য সম্পাদক মো. হাসান আলী, প্রচার সম্পাদক চন্দন সরকার, সহ-প্রচার সম্পাদক মাসুদ রায়হান লাম, নির্বাহী সদস্য সহ-অধ্যাপক আবু তাহের মন্ডল, অ্যাডভোকেট আবু সুফিয়ান হিরু, দুলাল ভৌমিক, জাহিদ হাসান, মো. মোশারফ হোসেন মনি, সাইফুল ইসলাম, মিসেস হাসনা হেনা রোজী প্রমুখ।
গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী১৫ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নগরীর টাউন হল চত্বরে শিশু কিশোরদের জন্য গ্রুপ ভিত্তিক চিত্রাঙ্কন, হাতের লিখা প্রতিযোগিতা, আবৃতি ও দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠান। ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৮টায় পীরগঞ্জ ফতেপুরে প্রয়াত ড. এমএওয়াজেদ সুধা মিয়া‘র কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ। বাদ আসর নগরীর কেরামতিয়া জামে মসজিদে মিলাদ ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত। সন্ধ্যা ৬টায় রংপুর টাউন হলে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ।
প্রতিযোগিতায় অংশগ্রহণ ইচ্ছুক শিক্ষার্থীগণ আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত রংপুর প্রেস ক্লাব মার্কেটে অবস্থিত মনি লাইব্রেরি এবং রংপুর পাবলিক লাইব্রেরি অফিস থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। সকল প্রতিযোগীকে প্রতিযোগিতার নির্ধারিত সময়ের ১ ঘন্টা পূর্বে ফরমের অংশবিশেষ জমা করতে হবে। চিত্রাঙ্কান প্রতিযোগীদের আর্ট সীট সরবরাহ করা হবে। প্রতিবারের ন্যায় এবারও প্রতিটি গ্রুপ থেকে ৩ জনকে পদক ও ৫ জনকে সনদপত্র প্রদান করা হবে।
আর/টিকে
আরও পড়ুন