ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

রংপুরে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত, আহত ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:১১, ১০ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নে ফেসবুকের মাধ্যমে ধর্মীয় অনূভুতিতে আঘাতের সূত্র ধরে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে হাবিব (২৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। 

শুক্রবার জুমার নামাজের পর শলেয়া শাহ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবাট বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুলিশসহ অন্তত ১০জন আহত হন। এ সময় মুসল্লিরা ব্যাপক বিক্ষোভ করে এবং এলাকার ঠাকুরপাড়ার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে টিটু চন্দ্র নামে ওই এলাকার এক ব্যক্তি মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করেন। এরই প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিরা পাগলাপীর বাজারে মানববন্ধন শুরু করেন। এ সময় ওই কর্মসূচিতে সংহতি জানিয়ে আশপাশের কয়েক হাজার মুসল্লি সমবেত হন। একপর্যায়ে বিক্ষুব্ধ মুসল্লিরা ঠাকুরপাড়ার দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে মুসল্লিরা ওই এলাকার তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অনেকে আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার পরপরই সেখানে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে। আশা করি খুব দ্রুতই পরিস্থিতি শান্ত হয়ে যাবে।

 

এসি/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি