ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রংপুরে ২ শিশু ধর্ষনের শিকার, আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ২৪ মে ২০১৭ | আপডেট: ১৯:৩১, ২৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

রংপুরের পীরগঞ্জে দুই শিশু ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় মামুন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর ধর্ষক জামিরুল এখনো পলাতক।
পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে খেজমতপুর গ্রামের দুই শিশু নদীতে গোসল করতে যায়। ওই সময় ট্রাক্টর চালাক মামুন ও জামিরুল তাদের পার্শ্ববর্তী একটি আখ ক্ষেতে নিয়ে পাশবিক নির্যাতন করে। শিশু দুটির চিৎকারে আশে পার্শ্বের লোকজন এগিয়ে এলে দুই ধর্ষক পালিয়ে যায়। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হলে একজনকে আটক করে পুলিশ।

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি