ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

রংপুরের ভাষা সৈনিক শাহ আব্দুর রাজ্জাক আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১২ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

রংপুরের প্রবীণ ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আব্দুর রাজ্জাক আর নেই। রোববার রাত সোয়া ২টায় নগরীর মাহিগঞ্জ সাতমাথাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বায়ান্ন’র মহান ভাষা আন্দোলনে রংপুরে যারা সক্রিয় ভূমিকা রেখেছিলেন তাদের অন্যতম একজন ছিলেন শাহ্ আব্দুর রাজ্জাক।

২০১৪ সালের ১০ জানুয়ারি ব্যক্তি এবং রাজনৈতিক জীবনের সঙ্গী তার স্ত্রী (সাবেক মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও রংপুর জেলা পরিষদ প্রশাসক) রেজিনা রাজ্জাকের মৃত্যুর পর অনেকটাই নিঃসঙ্গ হয়ে পড়েন তিনি। বাসা থেকে তেমন একটা বেরও হতেন না।

জীবদ্দশায় তিনি ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ছাড়াও রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য এবং মাহিগঞ্জ আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি