ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রংপুরের ২০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দের আগুন নিয়ন্ত্রনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১ জুন ২০১৭ | আপডেট: ১২:৫৭, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রংপুরের দর্শনা বালাপাড়া এলাকায় ২০ মেগাওয়াট গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্রে লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেসে। বুধবার রাত আড়াইটার দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফায়ার সার্ভিস জানায়, রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হাইস্প্রিট ডিজেল চালিত গ্যাস টারবাইনে হঠাৎ বিস্ফোরণ হয়। সেসময় আগুন আশপাশে ছড়িয়ে পরলে স্থানীয়রা অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। বিদ্যুৎ কেন্দ্রটির স্টেশন ম্যানেজার মোয়াজ্জেম হোসেন জানান, তেলের পাইপ ফেটে এই দুর্ঘটনা হতে পারে। ক্ষতির পরিমান এখনও জানা যায়নি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি