ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

রডের বদলে বাঁশ: অভিযোগপত্র অনুমোদন দুদকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৮ জুলাই ২০১৭ | আপডেট: ২০:১৮, ১৮ জুলাই ২০১৭

স্কুলের শৌচাগার নির্মাণে রডের বদলে বাশ দেওয়ার মামলায় শিগগিরই অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক

স্কুলের শৌচাগার নির্মাণে রডের বদলে বাশ দেওয়ার মামলায় শিগগিরই অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক

গাইবান্ধার একটি স্কুলের শৌচাগার নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের মামলায় অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সোমবার ওই প্রকল্পের প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোপত্র অনুমোদন দেয় দুদক। অভিযোগপত্রটি শিগগিরই বিচারিক আদালতে উপস্থাপন করা হবে বলেও জানায় সুত্র।

আসামিরা হলেন, গাইবান্ধা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী পরিচালক এ এস এম আরেফ বিল্লাহ, ঠিকাদার আব্দুল খালেক সরকার ও অধিদপ্তরের কর্মচারী মো. সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গাইবান্ধার মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণে বাঁশ ব্যবহারের অভিযোগে গত বছর ১৮ এপ্রিল জেলার সদর থানায় মামলা করে দুদক।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে শৌচাগার নির্মাণকাজ শুরু হয়। নীতিমালা অনুযায়ী বিভিন্ন ঢালাইয়ের কাজে ১০ থেকে ১২ মিলিমিটার লোহার রড ব্যবহার করার কথা থাকলেও ঢালাইয়ে রডের পরিবর্তে চিকন বাঁশ ব্যবহার করা হয়।

//আর//এআর


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি