ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রণবীরের স্ত্রী কি আলিয়া-ই হচ্ছেন?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ১৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

আলিয়ার সঙ্গে রণবীরের সম্পর্ক ঘিরে বহুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। যেভাবে বিভিন্ন অনুষ্ঠানে দুই তারকাকে দেখা যাচ্ছে, আর যেভাবে তারা দুজনে একে অপরের সম্পর্কে মন্তব্য করছেন তাতে রণবীর-আলিয়াকে নিয়ে গুঞ্জন থামছে না।

এবার বিয়ে নিয়ে মুখ খুলে বিষয়টি আরও উস্কে দিলেন আলিয়া নিজেই। আপাতত `সঞ্জু ` ছবির প্রোমোশনে ব্যস্ত রণবীর কাপুর। তার পরবর্তী ছবি `ব্রহ্মাস্ত্র` -তে দেখা যাবে আলিয়া ভাটকেও।

আলিয়ার সঙ্গে রণবীরকে ছবির শ্যুটিং-এর ফাকেও দেখা গিয়েছে একসঙ্গে। ফলে গুঞ্জন আরো বেশি উস্কে যায়। তাছাড়া সবাইকে অবাক করে সোনম কাপুরের বিয়েতেও এই দুই তারকাকে একসঙ্গে দেখা যায়।

এবার সেই বিয়ের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন শুরু হতেই রণবীর কাপুর জানান, সম্ভবত তিনি এবার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আলিয়া জানাচ্ছেন, তিনি জীবনে কোনওদিনই প্ল্যান করে কিছু করেননি। যা হবার তা হবেই। তিনি নিজের সন্তানদের সঙ্গে সংসার পাততেও চান বলে জানিয়েছেন আলিয়া।

বিয়ে নিয়ে কোনও ডেডলাইন রয়েছে কী না, তা জানতে চাওয়া হলে আলিয়া জানান, আমি কোনও ডেডলাইন নির্দিষ্ট করি না। কারণ এটা আমায় ভাবায় না। এদিন স্পষ্ট করে জানিয়ে দেন, কোনও রকমের লিভ ইন সম্পর্ক নিয়ে তিনি এগোতে চান না। যাকে পছন্দ তাকে বিয়ে করেই তার সঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন আলিয়া।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি