ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

রবি ঠাকুরের স্মরণে মনোমুগ্ধকর সন্ধ্যায় মিলিত হন হিউস্টোনের বাঙালিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ১২ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ২২:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৩

‘গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেলো সারা। 
হয়তো সে তুমি শোন নাই, সহজে বিদায় দিলে তাই, 
আকাশ মুখর ছিল যে তখন, ঝরোঝরো বারিধারা’-

গতকাল সন্ধ্যায় রবি কবির এমন সব গানে মুখর ছিল যুক্তরাষ্ট্রের হিউস্টোন শহরের মহারাজ অডিটরিয়াম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে মনোমুগ্ধকর এক সন্ধ্যায় মিলিত হন টেক্সাস অঙ্গরাজ্যের নাসার শহর হিসেবে খ্যাত হিউস্টোনের বাঙালিরা। যেখানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী   ইলোরা আহমেদ শুকলা ও নির্ঝর চৌধুরী ৷ নগরীর মহারাজ রেষ্টুরেন্টের মিলনায়ন ভর্তি দর্শক শ্রোতা প্রাণভরে পান করেন এই দুই শিল্পীর সঙ্গীত সুধা। 

অনুষ্ঠানে বাঙালি সত্ত্বা টিকিয়ে রাখতে বদ্ধপরিকর হন উপস্থিত সবাই। পুরো আনুষ্ঠানিকতার তত্ত্বাবধানে ছিলেন ইমতিয়াজ আহমেদ পাভেল ও সঞ্চালনা করেন মালা। টেক্সাস ছাড়াও পশ্চিমবাংলার বাঙালিরা উপস্থিত ছিলেন  রবি কবির সঙ্গীত সন্ধ্যায়। 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি