ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

রবীন্দ্রনাথ মানবতায় ওয়ার্ল্ড আইকন: ভারতীয় হাই কমিশনার

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৫, ৭ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, ‘বিশ্ব সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবতায় মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভুমিকা অবিস্বরণীয়। তার সাহিত্য কর্ম গবেষণার পাশাপাশি পর্তুগীজ, স্পানিসসহ বিভিন্ন ভাষায় রচিত হয়েছে। রবীন্দ্রনাথ ছিলেন মানবতার ওয়াল্ড আইকন।’ 

শনিবার সকালে কবির স্মৃতি ধণ্য সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারী বাড়ি পরিদর্শন শেষে রবীন্দ্র মিলেনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘তার লেখাগুলো কখনই পুরনো হয় না। শত বছরের লেখাগুলো মনে হয় সদ্য উপস্থাপিত সমকালীন। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে রবীন্দ্রনাথের নামে এখানে যে বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠছে তা বিশ্ব কবির মতই এর সুনাম সাড়া পৃথিবীতে ছড়িয়ে যাবে।’

কাছারী বাড়ির ছায়া সুনিবির পরিবেশের প্রশংসা করে রীভা গাঙ্গুলী আরও বলেন, ‘শাহজাদপুরের রবীন্দ্র কাছারী বাড়িটি ঘিরে পর্যটন স্থল গড়ে উঠতে পারে। এমন উদ্যোগ নিলে ভারতীয়রাই পরিদর্শনে এগিয়ে থাকবে।’

এ সময় স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, পানি সম্পদ সচিব কবীর বিন আনোয়ার, সাংস্কৃতিক সচিব ড. আবু হেনা মোস্তফা, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিরা। 

এমএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি