ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং অব্যহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২ জুন ২০১৭ | আপডেট: ১৮:০২, ২ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং অব্যহত রেখেছে জেলা প্রশাসন। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর আগ্রাবাদ, চৌমুহনী, কর্ণফুলী মার্কেট, পাহাড়তালী বাজার, ষোলশহর কর্ণফুলী মার্কেট ও স্টীল মিল বাজারে অভিযান চালানো হয়।
এসময় নগরীর হালিশহরে পুরনো তেল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরির জন্য `মুখরুচি` নামের একটি রেস্তোরাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। স্টিলমিল বাজারে মূল্য তালিকা না রাখায় ৪টি মুদি দোকানকে ২৫হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে চৌমুহনী কর্নফুলী মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রীর অভিযোগে আহমেদ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর পাহাড়তলীতে ১১ হাজার টাকা এবং ষোলশহর কর্ণফুলী মার্কেটে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি