রাঙামাটি পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত জাতের কর্মশালা
প্রকাশিত : ১৮:১০, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৮:৩৪, ২৯ মে ২০১৭

রাঙামাটিতে পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের উদ্ভাবিত ডাল, তেলবীজ ও দানা জাতীয় ফসলের সম্প্রসারণযোগ্য জাতের পরিচিতি এবং চাষাবাদ পদ্ধতি নিয়ে কর্মশালা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের পার্বত্য অঞ্চলের অতিরিক্ত পরিচালক প্রণব ভট্টাচার্য্য, পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মালেক। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জেলা ও উপজেলার কৃষিবিদরা কর্মশালায় অংশ নেন।
আরও পড়ুন