ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে প্রশান্ত চাকমা (৩৫) নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের বিহারপাড়ায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নানিয়ারচর থানার ওসি আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত প্রশান্ত চাকমা ওই এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র চাকমার ছেলে বলে জানা গেছে। তিনি গণতান্ত্রিক ইউপিডিএফ দলের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী প্রশান্ত চাকমার বাড়িতে অতর্কিত হানা দেয়। এ সময় তাকে ডেকে ঘরের বাইরে এনে গুলি করে সন্ত্রাসীরা। পরে তারা পালিয়ে যায়।

ওসি আবদুল লতিফ জানান, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি