ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে গৃহবধুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ০০:০০, ২৭ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে করুণা চাকমা (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাশের জঙ্গল হতে একটি বন্যহাতি গিয়ে ওই গ্রামের নন্দ কুমার চাকমার বসতবাড়িতে অতর্কিত হানা দেয়। এ সময় হাতিটি বসতবাড়ি ভাঙতে শুরু করলে প্রাণ বাঁচাতে নন্দ কুমার চাকমা ও তার স্ত্রী করুণা চাকমা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় করুণা চাকমা বন্য হাতিটির কবলে পড়েন। এতে হাতিটির এলোপাতাড়ি আঘাতে করুণা চাকমা মারাত্মকভাবে আহত হন। পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে লংগদু উপজেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি