ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রাজ-শুভশ্রীর ওয়েডিং ভিডিও প্রকাশ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ে হয়েছে এক সপ্তাহ আগে। তার হাতে এখনও মেহেদীর রঙ। তিনি শুভশ্রী চক্রবর্তী। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলেও রেশ কাটেনি এখনও। এর মধ্যেই বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।

বিয়ের আগে থেকেও বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন শুভশ্রী। কখনও ককটেল পার্টি, কখনও গায়ে হলুদ, কখনও বা সিঁদুরদান— রাজ-শুভশ্রীর বিয়ের মুহূর্ত ছড়িয়ে পড়েছে ওয়েব দুনিয়ায়। ‘মিসেস রাজ চক্রবর্তী’ ক্যাপশন দিয়েও বিয়ের পরের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। ভাইরাল হয়েছিল বিয়ের সময় শুভশ্রীকে দেওয়া রাজের উড়ন্ত চুমু।

এবার কাজে ফেরার পালা। খুব দ্রুত শুটিং ফ্লোরে ফিরবেন শুভশ্রী। তবে রাজের ‘কাটমুণ্ডু টু কম্বোডিয়া’ আপাতত হচ্ছে না। পর পর অভিনেতারা ব্যাক আউট করছেন। সুতরাং সিনেমার কাজ এই মুহূর্তে বন্ধ। পরিচালকের ‘টং লিং’ হচ্ছে না। ‘সিরাজউদ্দৌলা’ কবে হবে ঠিক নেই। এর মধ্যে বাতিল হল ‘কাটমুণ্ডু টু কম্বোডিয়া’ও। তবে রাজ চক্রবর্তী বসে থাকার মানুষ নন। তিনি নতুন প্রজেক্টে হাতে নিয়েছেন। চলছে চিত্রনাট্য লেখার কাজ। কাস্টিংও মোটামুটি তৈরি।

ভিডিও দেখুন :

 

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি