রাজধানী থেকে অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের ১৬ সদস্য আটক
প্রকাশিত : ১৩:১৫, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৩:৫৭, ৪ জুন ২০১৭

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টি ও প্রতারক চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার হয়েছে।
শনিবার রাতে গুলশান এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। গোয়েন্দা পুলিশের অপর এক অভিযানে আরও ৩ জন গ্রেপ্তার হয়। গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অজ্ঞান পার্টির ১১ সদস্যকে।
আরও পড়ুন