ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

রাজধানীতে গুলিবিদ্ধ ২ ছিনতাইকারী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ২০:২৪, ১৮ জুলাই ২০১৭

রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকায় র‌্যাবের সঙ্গে অস্ত্রধারী ছিনতাইকারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অস্ত্র ও প্রাইভেটকারসহ গুলিবিদ্ধ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে একজনের নাম আলমগীর (৪০) ও অপরজন বারেক (৩৫)। আলমগীরের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ৩টি গুলি ও বারেকের শরীরে ১টি গুলির চিহ্ন রয়েছে।

র‌্যাবের দাবি, গ্রেপ্তাররা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাবুদ্দীন বলেন, দলটি মোটরসাইকেল, প্রাইভেটকার ও টাকা ছিনতাই করে।

র‌্যাব গোপন সূত্রে খবর পেয়ে তাদের ওপর নজর রাখছিল। একপর্যায়ে তাদের চ্যালেঞ্জ করা হলে তারা গুলি ছোড়ে।

ঢাকেশ্বরী মন্দিরের পাশের সড়ক ও বকশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পাল্টা গুলিতে দুজন আহত হন। তিনি আরো বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি