ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাজধানীমুখী ট্রেনে যাত্রী চাপ কমেনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের এক সপ্তাহ অতিবাহিত হলেও দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীমুখী ট্রেনে যাত্রী চাপ কমেনি।
এছাড়া টিকিট কালোবাজারীর কারণে এখনো দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। জামালপুরসহ বৃহত্তর ময়মনিসংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সবক’টি ট্রেনেই উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। এছাড়া চাপ রয়েছে উত্তরাঞ্চলের ট্রেনেও। বিভিন্ন রুটের ঈদ উপলক্ষে অতিরিক্ত ট্রেন চলাচল শেষ হয়েছে। পাশাপাশি নিয়মিত ট্রেনগুলোর সিডিউল বিপর্যয় এখনো স্বাভাবিক হয়নি। এ অবস্থায় কিছু কিছু ট্রেনের উপর যাত্রী চাপ পড়ছে কয়েকগুন। দু’একদিনের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছে রেল কর্তৃপক্ষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি