ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

রাজধানীর রেস্তোরাগুলোতেও কমতি নেই ইফতার বেচা-বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৩ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৯, ৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা  ফার্মগেইট-গ্রীণরোডের রেস্তোরাগুলোতেও কমতি নেই ইফতার বেচা-বিক্রি। ভিন্ন স্বাদ আর নামের আভিজত্যে কারণে ক্রেতার ভিড় দোকানগুলোতে। মান নিয়ে ক্রেতা সন্তুষ্ট হলেও দাম দিয়ে রয়েছে  অভিযোগ।
স্বজনদের জন্য পছন্দের ইফতার সামগ্রি  কিনতে অনেকেই আসেন বিভিন্ন এইসব হোটেল-রেস্তোরায়। ভিন্নতা আনতে রকমারী আর বাহারী খাদ্য তালিকায় রাখছেন অনেকেই।
নানারকম মাংসের চাপ আর রোস্টই ক্রেতার পছন্দের শীর্ষে। তবে হালিম, চিকেন চিলি কিংবা নান-পরোটাও বাদ পড়ছেনা।
গরম-গরম জিলাপি আর নানা রকম রোল কিংবা মার্টনেও আগ্রহ রোজাদারদের।
তবে দাম বেশি নেয়ার অভিযোগও রয়েছে ক্রেতাদের।
অভিযোগ উড়িয়ে দিচ্ছে না বিক্রেতারা। বলছেন, স্বাদ আর ভিন্নতার সামঞ্জস্য রাখতেই দাম বেড়ে যাচ্ছে কিছুটা।
মুখরোচক এসব খাবারের কতটা স্বাস্থ্যকর তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি