ঢাকা, বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫

রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ১৮ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর শান্তিনগর ও মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের পর এবার হাতিরঝিল রেনবো ক্রসিং এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানয়েছেন, হাতিরঝিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে নিচে একটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। ককটেলটি বিষ্ফোরিত হলে চারপাশে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই ছোটাছুটি করেন।

‎হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি