ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রাজনীতি করার স্বাধীনতা সবার অাছে: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২২ অক্টোবর ২০১৮

দেশের বিচার বিভাগ স্বাধীন, গণমাধ্যম স্বাধীন, রাজনীতি করার অধিকার সবার অাছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজীনীতি করার স্বাধীনতা সবার অাছে।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সৌদি আবর সফর নিয়ে তিনি এই সাংবাদিক সম্মেলন করেন।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, তবে কারা জোট করল, কারা কারা এক হলো তা দেখার বিষয়। যারা নারী সাংবাদিকদের বিরুদ্ধে কটূ মন্তব্য করে হেনস্থা করে তাদের জনগণ সমর্থন করবে না।

প্রধানমন্ত্রী এ সময় আরও বলেন, ২০০৮ সালে অামরা যে যে নির্বাচনী অঙ্গীকার নিয়েছিলাম, তা অনেক করেছি। অার্থ সামাজিক উন্নয়নের যে পরিকল্পনা করেছিলা তা যেমন বাস্তবায়ন করতে হবে তেমনি ২১০০ সাল পর্যন্ত যে প্লান দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়নবতী পালন করবো আমরা।

তিনি আরও বলেন, জঙ্গিবাদ, মাদক থেকে মুক্ত করার যে প্ল্যান দিয়েছি তা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।

আআ/এসএইচ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি