ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

রাজবন বিহারে পর্যটকদের ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১০:২৭, ২১ নভেম্বর ২০১৮

পর্যটকদের কাছে আকর্ষনীয় স্থান রাঙামাটির রাজবন বিহার। প্রতিদিন শত শত পূণ্যার্থী ও পর্যটকের পদচারনায় প্রানচঞ্চল থাকে এই বিহার। রাজবন বিহারে রয়েছে অসংখ্য বানরের বিচরণ। যা পর্যটকদের কাছে বেশ আনন্দময়। তবে বানরের সংখ্যা বেড়ে যাওয়ায় মাঝে মাঝে উৎপাতের মুখে পড়তে হয় পর্যটকদের।

১৯৭৪ সালে তৎকালীন চাকমা রাজার দান করা ৩৩ একর জমিতে গড়ে তোলা হয় বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান রাঙামাটি রাজবন বিহার। বিহারে আকর্ষনীয় বৌদ্ধ মন্দির, প্যাগোডা, ভিক্ষু সংঘের বাসস্থান ছাড়াও রয়েছে নানা প্রজাতির গাছ ও জীব বৈচিত্র।

এর পাশাপাশি এখানে রয়েছে ৬শ’র বেশী বানর। তবে এসব বানরের জন্য নেই পর্যাপ্ত খাবার। ফলে কখনো দর্শনার্থীর কাছ থেকে কেড়ে নিচ্ছে খাবার। আবার বিভিন্ন বাসা থেকেও খাবার চুরি করছে বানররা।

বানরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উৎপাত বেড়েছে বলে স্বীকার করেছে রাজবন বিহার কর্তৃপক্ষ। 

গৌতম দেওয়ান, সভাপতি, রাঙামাটি রাজবন বিহার পরিচালনা কমিটি।

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বনবিভাগের কর্মকর্তারা।

পর্যটক ও পূণ্যার্থীদের কাছে রাজবন বিহারকে আরো আনন্দময় ও নিরাপদ করতে বানরের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার দাবী রাঙামাটিবাসীর। 

এসএ/আআ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি