ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে ইলিশ ধরায় ২৬ জেলের সাজা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১৮ অক্টোবর ২০১৭

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে রাজবাড়ীতে ২৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে পৃথক পৃথক ভাবে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

রাজবাড়ী সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদু্ল ইসলাম, শাহ মো. সজিব ও সাবরিনা সারমিন-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৪ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। গোয়ালন্দ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লা সাদিক-এর পরিচালনায় ভ্রাম্যমাণ ১১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনার সময় ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় দেয়া হয়।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি